ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে নিপা পারভীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আগামী বুধবার এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
২৯ ডিসেম্বর শুক্রবার উপজেলার শিবপুর ইউপির চারমাথা ইট-ভাটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিবপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক নিপা পারভীন।উদ্বোধনকালে তিনি বলেন,আমাদের যুবসমাজকে মাদক ও ক্ষতিকারক নানা আসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ উদ্দেশ্যে স্থানীয় যুব ও তরুণ সমাজকে মাদক ও আসক্তি থেকে ফিরিয়ে এলাকাবাসীকে বিনোদন দেওয়াই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী খেলায় দুটি দল ফুলবাড়ী মৃধাপাড়া একাদশ বনাম রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। খেলায় ফুলবাড়ী মৃধাপাড়া একাদশ ২-০ গোলে বিজয়ী হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাসু মিয়া। সমাজ সেবক মিনাউল হক,বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ১ নং প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী, সাবেক ইউপি সদস্য খয়বর আলী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিবপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান এলিন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নেয়াজ মোর্শেদ, সমাজ সেবক মাফিজার রহমান, নাইচ মিয়া, ওয়াহেদুল ইসলাম, আইনুল হক, ওয়াহেদুল হক, সাজাহান মিয়া, উপজেলা নির্মাণ সমিতির সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি বেলাল হোসেন, ন্যাশনাল বীমা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সমাজ সেবক মতিন মিয়া ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।