নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা তরুণ সমাজ কল্যাণ পরিষদ এর প্রধান উপদেষ্টা,বদলে দাও ঠাকুরগাঁওয়ের আহবায়ক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিকের ৫৩ তম শুভ জন্মদিন আজ এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন পোর্টাল দৈনিক ঝড় পত্রিকার সম্পাদক শাওন আমিন।
জন্মদিন একজন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি দিন। জন্মদিন উপলক্ষে প্রতিটি মানুষই তার কাছের এবং প্রিয় মানুষদের কাছ থেকে শুভেচ্ছা, দোয়া এবং ভালোবাসার সন্ধিক্ষণে মিলিত হয়।ঠিক এমনি একজন গুণীজন ব্যক্তিত্ব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিকের জন্মদিনে সম্পাদক শাওন আমিনের বার্তা…
এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আপনার অবদান অতুলনীয়। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনার মত একজন নিবেদিতপ্রাণ ভাই পেয়ে আমি ধন্য।তুমি যে স্বপ্ন গুলো প্রতিনিয়ত দেখো তা যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। তোমার জন্য রইল হাজারো শুভকামনা “শুভ জন্মদিন” ভাইয়া মঙ্গলময় হয়ে উঠুক আপনার জীবন।
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি
শরতের গীতালি, হেমন্তের মিতালী
শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি
এমনি করে ভরেথাক,আপনার জীবনের দিনগুলি ।
আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।