1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা – রাণীশংকৈলে মির্জা ফয়সাল মনুষ্যত্বের মানবতা // সিরাজুল রিক্সাচালক গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু তসিবার গানে মডেল প্রিয়া অনন্যা ও মুন্না খান যে মাঠে ১৪৪ ধারা জারি সে মাঠে বৈশাখী মেলার বাড়ী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে বিজিজেএ কেন্দ্রীয় কমিটি ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টের জন্য আর কোন জায়গা দেবে না -ব্যারিস্টার নওশাদ জমির বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রত্যাশা

ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, রাঙামাটি।।   রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে দায়িত্ব থাকা এক পুলিশ সদস্য ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার নাম মো. মোতাহের হোসেন। তিনি কনস্টেবল পদে কর্মরত। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে ফেসবুক লাইভে এসে নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালান কনস্টেবল মো. মোতাহের হোসেন। এ সময় তিনি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রাখেন। গুলির আওয়াজ শুনে আশপাশের সহকর্মীরা ছুটে এসে আহত অবস্থায় মোতাহেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বলেন, বেশ কিছুদিন যাবত মোতাহের পারবারিক সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি। তবে এই ধরণের একটা ঘটনা তিনি ঘটিয়ে ফেলবেন তা বুঝতে পারিনি।

সহকর্মীদের কাছ থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোতাহের হোসেন জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভে তিনি তার ব্যক্তিগত জীবনের নানান সমস্যার কথা তুলে ধরেন। প্রায় ২০ মিনিটের মতো লাইভে কথা বলেন তিনি। বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছি বলেও লাইভে বলেন তিনি। পরে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের বুকে গুলি করেন মোতাহের।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, মোতাহেরকে নিয়ে আমরা এই মুহূর্তে হাসপাতালে আছি। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরও বিস্তারিত জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং