—— রিতু নুর ——
ফড়িং রোদেলা দুপুরে
করে উড়াউড়ি শিশুদের
মন করে চুরি।
দল বেঁধে শূণ্যে মেলে ধরে পাখা
সবুজ পাতার আড়ালে
হয় জোনাকির সাথে থাকা।
সাতরঙা রঙধনুর মতো রূপ,
দেখতে ভালো লাগে খুব।
লক্ষ কোটি বার
সেই শৈশবে চেয়ে চেয়ে দেখেছি
মুগ্ধ হয়েছি,
ফড়িং এর প্রতি জনম জনম কাল ধরে
শিশুদের ভালোবাস আছে থাকবেই।
সোডিয়াম বাতির আলোয় ফড়িং
মনের সুখে করে ছুটোছুটি
খায়না দুধ পাউরুটি,
পিপীলিকার মত পাখা
গজালেই মরে,
সুযোগ পেলেই মানুষ ফড়িং ধরে।
ফড়িং এর আছে ছোট্ট একটা প্রাণ,
ধরতে গেলে ফড়িং শিশুরা হয়ে যায় পেরেশান।