………………..🖊 জাহিদ চৌধুরী
খাবার হজম নাহলে শুরু হয় রোগ,
সম্পদ হজম নাহলে ফ্যাশনের ভোগ।
কথা হজম না হলে শুরু হয় কানাকানি,
শোনা কথা হজম নাহলে হয় জানাজানি।
সমালোচনা হজম না হলে শুরু হয় বিরক্তি,
বুঝে নাবুঝে বদহজমে হারিয়ে যায় ভক্তি।
দুঃখ হজম না হলে শুরু হয় হতাশা,
দেখে তা অন্যেরা করে খুব তামাশা।
প্রাচুর্যে বদহজমি এনে দেয় বেশ অহংকার,
কথা বা কাজে প্রকাশ পায় তার আকার।
অহংকার করে কারা, বুঝেনা মূর্খ তারা,
যোগ্যতা নেই তার, পেয়েছে যা হাতভরা।
অযোগ্যতা হজমের টনিক, শুরু হয় ভোগান্তি,
বাঘের জোর বারো বছর, এর পরেই ক্লান্তি।
*********