।। রিতু নুর।।
মাগো যুদ্ধে যাব
যদি দেশের শান্তি নষ্ট হয় নেই ভয়।
হাতে তুলে নেব হাতিয়ার
নেব মাথা পেতে
সোনার বাংলার ভার।
একদিন বিজয় ছিনিয়ে
এনেছিল বাংলাদেশে
মুক্তি সেনার দল
আমরা হতে চাই,
তাদের মত অবিকল।
হতে চাই নির্মল,
আমরা শিশুর দল।
একাত্তরে যারা দিয়েছিলো প্রাণ,
এসো গাই তাদের জয়গান।
বিজয় দিবস ১৬ ডিসেম্বরে
শান্তির পতাকা উড়িয়ে দেই
তাদের উদেশ্যে বারবার মুখে বলি
এই দেশ এই মাটির আমরাই স্বাধিকার,
তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে
হয়েছে এই দেশেটা স্বাধীন
আমরা নয় পরাধীন।
চলছি মাঠে ময়দানে
সবুজের বুকে চেয়ে দেখো মা কত সুখে।
স্বাধীন সার্বভৌমত্বের এই দেশ,
আমরা দাবানলে নয় আছি বেশ বেশ।