1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বহাল, এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় : মাওলানা ইকবাল হোসাইন প্রকাশ পেল প্রিয়া অনন্যা ও নিলয়ের ‘তুমি আমি রাজি’ রুহিয়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

না বলার দুইদিনের মাথায় লাঙ্গলে ভোট চাইলেন নিজাম হাজারী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর জন্য লাঙ্গল প্রতীকে ভোট চেয়েছেন ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ও বিকেলে লাঙ্গলের সমর্থনে সোনাগাজী-দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সঙ্গে পৃথক সভায় তিনি  লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য কোনো কাজ করবেন না বলে মন্তব্য করেন নিজাম হাজারী। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী জারা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিজাম উদ্দিন হাজারী। 

সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ফেনী-৩ আসনে নৌকার আদলে লাঙ্গল রয়েছে। আমাদের দায়িত্ব শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে হলে যে কোনো বিষয়ে ছাড় দিতে ফেনী জেলা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীকে আহ্বান জানাই। 

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজুল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।

এর আগে দুপুরে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লাঙ্গলের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও একইভাবে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে লাঙ্গল প্রতীককে জেতানোর জন্য কাজ করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

প্রসঙ্গত, ফেনী-৩ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে আবুল বাশারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আসন সমঝোতায় জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং