একটা ডানা ভাঙা দুপুর
শেওলা-ছাতার দলে পড়ে থাকে।
শীতের পুরোনো শালে জমানো নোনাজল
বিষন্ন স্বরে হাসে।
বিরহী বিকেল শূন্যতার শোক
জমানো আলাপ বিপন্ন সময়ে
জলের কার্নিশে ভাসে।
গতকাল কেটেছে —
পাখিদের সঙ্গম তুমি নামক শ্লোকে।
আজ এবং আগামীকাল
তোমার ফিরে আসার অপেক্ষায় সহসা
স্বতঃস্ফূর্ত যুবতী হলাম।
ফেরা-২
আহা স্মৃতির ফ্রেমে বাঁধা ফড়িংটা
আজ যেন কোথায় লেজে আটকা।
কত বিনিদ্র রজনী তাহার নামে
ঘুম-ঘুম নগর আঁকা।
ভালোবাসা বুঝি এমন
চোখ ফেরেনি, বেলকনিতে রাখা অর্কিডে
অধরা গল্পের সেই নামটা,
বুকের কোলাজে বন্দী রাখা।
তব মুক্ত আজ পেখম মেলে
আমার কবিতার মতো করে লেপ্টে থাকা।