মন ভেঙে দিতে কেউ না কেউ
আসবে ক্ষণে ক্ষণে,
তাই বলে মনের দুঃখে
যেওনা চলে বনে!
মনের মধ্যে শক্তি সঞ্চার করো
শক্তভাবে মনের
হাল ধরো।
মন তো নয় কচুপাতার পানি,
টোকা দিলেই ঝরে যাবে
মাটি চুষে খাবে।
মন হলো খনিজ সম্পদ
মেধা মনন দিয়ে তারে সাজাও
মাদলের বাজনা বাজাও।
চলে যাও নিজের ভাবনায় বহুদুরে
দেখ জগৎ ঘুরে।
অন্তরে তোমার যতই থাকুক দুঃখ
বাহিক্যের চিত্রে
যেন দেখা না যায় রুক্ষ।
কোনমতেই যেন মনের পথ না হারায়,
তুমি সফল হলে
দেখবে তোমার সম্বল অন্যজনেও খায়।