মুক্তির কোন পথ খোলা নেই
সব হয়েছে বলিয়ান
ভালো থাকার করি শুধু আমরা ভান।
তোমরা দেখেছো কি?
চারদিকে মৌমাছির ওড়াউড়ি,
সেই কবেই
সুতার মাজন কেটে উড়ে গেছে ঘুড়ি।
বুদ্ধিমত্তারা অবুদ্ধিদের,
কানের কাছে দেয় সুরসুরি।
আহারে জগত
যেন সব চায় নগদ।
এত চাওয়া-পাওয়ার মাঝে
সকাল সন্ধ্যা সাঝে
কে দেবে সাঝের বাতি,
কে ধরবে বর্ষের ছাতি।
অনাগত ভবিষ্যত অন্ধকার
ভেবে ভেবে
জ্বলে পুড়ে অন্তত হয় ছারখার।
শান্তির খোঁজে জলের ধারে
অবলা প্রকৃতি নজর কাঁড়ে।।