——— রিতু নুর———-
তোমাকে দেখতে গিয়ে
দেখলাম সোনার হরিণ,
বসতে বসতে ক্লান্ত আমি
হয়ে গেলাম বোরিং।
এক পেয়ালা ছুপ আর এক পানি,
হৃদয়খানা নিয়ে গেল
কেউ যেন টানি।
কি চমৎকার দেয়ালে আঁকা
বিচিত্র রংয়ের মেলা,
শুকনো নদীতে মাঝি
ভাসিয়ে দিচ্ছে ভেলা।।
কাশবন বাঁশবন ভাত শালিকের ছবি,
ঐ দুরে দেখা যায়
আবছা আলোর রবি।
বসে বসে লিখলাম কিছু
আমি যে কবি।
উঠলো হঠাৎ সন্ধ্যাবাতি জ্বলে
অবশেষে তুমিও এলে চলে।
ততক্ষণে মনের কোণে
মেঘ বৃষ্টি ঝড়,
ভেঙে-চুরে হৃদয় কখন হয়ে গেছে নড়বড়।।