–—— রিতু নুর ——–
কালের ভাদ্রে হারিয়ে গেছে
হ্যাজাক বাতি,
কারো বাড়িতে জ্বলতে দেখলে
কাটিয়ে দিতাম সারা রাত্রি।
হাতে টেনে লোহার হাতলটা
মুরুব্বিরা দিতো যখন পাম,
মাকে গিয়ে বলতাম দৌড়ে
বিয়ে বাড়িতে যাম।
দাওয়াতের কোন প্রয়োজন নাই,
সেই শৈশবের দিনগুলো
জীবন থেকে ধীরে ধীরে
কোথায় গেল ভাই।
স্নিগ্ধ চাঁদের আলোতে
উজ্জ্বল হ্যাজাক বাতি,
কোলাহল আর খুশিতে
উঠতাম সব বন্ধুরা মাতি।
সাথে নিতাম ডেকে ডেকে কত
খেলার সাথী।
চলতো রাতভর গপ্পো গুজব
নানান কথার ঢেউ সেই দিনগুলো
কোথায় গেল বুঝলাম না কেউ।