।। শাহনাজ পারভীন মিতা।।
সুখ কোথায় তুমি, কতদূর!
কত খুঁজেছি তোমায় সন্ধ্যাতারায়,
খুঁজতে খুঁজতে কখনও শুকতারায়
তারপর ভোরের ঘাসে শিশিরকণায়।
ধীরে ধীরে ফুটেছে ভোরের আলো
ভেবেছি এটাই সুখ আমার,
অথচ সুখ ,কোথায় তুমি!
নেই নেই তুমি নেই কোথাও ।
তারপর বেরিয়ে পরেছি পৃথিবীর পথে
গভীর সমুদ্রে চোখ রেখেছি ,
ঢেউকে বলেছি সে কী তুমি !
তোমাতেই কী ভেসে যাবো এই আমি।
ওই ঝর্ণার জল বলেছি তাকে
আমাকে সঙ্গী করো তোমারই সুখে,
চলো পথচলি নূড়ি বিছানো নদীর স্রোতে
কুলকুল বয়ে চলি একইসাথে।
কী অবিরাম স্রোতধারা
যেখানে উড়বে আমার সুখের পায়রা,
পাহাড় জনপদ গহন অরণ্য
নিঃসীম পৃথিবীর বুকে শুধুই শূন্য!
কখনও সবুজে সবুজে তুমি
তারই মাঝে একাকী এই আমি।
চোখ মেলি বাড়িয়ে দুহাত
কোথায় ,কোথায় তুমি!
নিশ্চুপ মন বৃষ্টির জল
সুখ বলে এইতো আমি ।